Lifan K19 এর দাম, স্পেসিফিকেশন, ফিচার রিভিউ, টপ স্পীড

২০২০ সালে দেশের বাজারে নিয়ে এলো ১৫০ সিসির নতুন লিফান কে - ১৯ বাইক। সম্প্রতি বাংলাদেশের বাজারে লাঞ্চ হচ্ছে লিফান কে - ১৯। নতুন এই বাইক বাজারে নিয়ে এসেছে লিফানের দেশীয় পরিবেশক রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাইকটি বেশ স্টাইলিশ দেখা যাচ্ছে। বাইকটির দাম বাংলাদেশী টাকাই এখন ও নির্ধারণ করা হয়নি।

ইঞ্জিন

লিফান কে - ১৯ এ ১৫০ সিসির এর পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট ১৫০ সিসি। এতে ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার,  লিকুইড কুল্ড ইঞ্জিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন ১০.৫বিএইচপি @ ৮৫০০আরপিএম ও ১৩.৫ এনএম টর্ক @ ৬৫০০ আরপিএম ক্ষমতা উৎপন্ন করতে পারে। বাইকটিতে ইলেক্ট্রিক স্টার্ট সিস্টেম যুক্ত করা হয়েছে। ওয়েট মাল্টিপল ডিস্ক ট্রান্সমিশন হিসেবে বাইকটিতে ৬ গিয়ার যুক্ত করা হয়েছে।
Lifan K19 দাম

টায়ার এবং ব্রেক

লিফান কে - ১৯ বাইকটিতে টিউবলেস রয়েছে। সামনের টায়ারের সাইজ ১১০/৯০-১৬ এবং পেছনের টায়ারের সাইজ ১৩০/৯০-১৫। ডিস্ক এবং ড্রাম ব্রেক সম্মিলিত ভাবে বাইকটিতে ব্রেক যুক্ত করা হয়েছে। যার ফলে বাইকটির সর্বোচ্চ গতি নিয়ন্ত্রণ করার জন্যে রাইডারের সুবিধা হবে।

পারফরমেন্স

বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯৫ কি.মি। লিফান কে - ১৯ বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ১৪ লিটার। প্রতি লিটার ফুয়েলে ৫০ কিলোমিটার  পর্যন্ত অতিক্রম করতে পারে এই বাইকটি।  বাইকটির ওজন ১৬০ কেজি। অর্থাৎ এই ওজনে বাইকটি লং ড্রাইভে  গেলে আরামদায়ক হবে বলে মনে হয়। বাইকটির সিট হাইয়েট ৭১০ মিমি করা হয়েছে। যাতে সাধারন চালকের অসুবিধা না হয়। দুজন বসে ড্রাইভের জন্যে বাইকটি পারফেক্ট।বাইকটিতে ২ টি মিক্সড লাল এবং কালো কালার লক্ষ্য করা যায়। ওভার অল সব কিছু বিবেচনা করেই বাইকটি বাংলাদেশের জন্যে পারফেক্ট মনে হচ্ছে।

লিফান কে - ১৯ বাইকটিতে আছে


  • ১৫০ সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন
  • লিকুইড কুলিং সিস্টেম
  • সিঙ্গেল ডিক্স
  • টিউবলেস টায়ার
  • ৬ টি গিয়ার
  • ১৪ লিটার আয়তনবিশিষ্ট ফুয়েল ট্যাংক
  • সামনের টায়ার ৯০-৯০-১৭ এবং
  • পেছনের টায়ার ১৩০/৯০-১৫ সাইজের


Lifan K19 এর দাম, স্পেসিফিকেশন, ফিচার রিভিউ, টপ স্পীড Lifan K19 এর দাম, স্পেসিফিকেশন, ফিচার রিভিউ, টপ স্পীড Reviewed by Bike Info BD on June 14, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.